. পেঁয়াজ পেঁয়াজ সুখে, জলে ভাসা চোখের পলক,
ফিরে পেতে চায় যদি ওয়েসিস ছোঁয়া রোদ্দুর,
অসম্ভব কিছুই তো নয়।
পুরনো টিনের ছাদে ঝম ঝম বৃষ্টির মতো,
স্মৃতির বহুলতা খুবই বাড়াবাড়ি করেছিল আজ।
হৃদয়ের ক্যাকটাসে ফোঁটা ফোঁটা রক্তের স্বাদে,
শ্বাপদ হয়েছে মন, নখ দাঁত বার করা এক।
ঘড়ি কাঁটা বেয়ে রোজ, হাহুতাস গলা টিপে মারে।
ভেজা কাপড়ের নিচে শুধুই উষ্ণতা খোঁজে, বিষণ্ণ প্রাণ।
কিছু না পাওয়ার বোধ, চিরন্তন সত্যের রূপ,
মাছের কাঁটার মতো বিঁধে থাকে গলার ভেতর।
মনদালানের গায়ে সারি সারি জানালার বোঝা,
দেয় হাতছানি। আরো কত গোপন কুটিল লোভ,
সুখের পায়রা হয়ে ডানা ঝটকায়।
আজ বড় অপারগ ভাবি, নিজেকে আয়নার কাছে।
সময়ের পিছু হাঁটা, শুধুই স্বপ্ন, নয় মরণের নেশা।
অসার চেতন কবে মনপাখি খোঁজে, চড়েছে ঘোড়ায়,
খঞ্জর ও পাপ নিয়ে, ধেয়েছে অববাহিকার পথে,
সত্য ও সরলতা আনবে ফিরিয়ে বলে।
অসম্ভব কিছুই তো নয়।।