. হৃদয় মাঝে গোপন আছে
এক সে রসের ফল্গুধারা।
খুঁড়লে বালি দেয় উথালি
যায় বয়ে যায় পাগলপারা।
জীবন মাতে সেই ধারাতে
কতই না ভাব যায় রে বয়ে।
প্রেম ও ভক্তি স্নেহ ও শক্তি
বিরাজ করে যে পঞ্চেন্দ্রিয়ে।
ভবের নদে মত্ত মদে
দাপিয়ে বেড়াই অহং ভাবে।
হায় রে বোকা খাচ্ছো ধোঁকা
চলছে জীবন তাঁর হিসাবে।
আপন পরে বাইরে ঘরে
ভুলিয়ে রাখে সত্য পরম।
কেইবা কাহার সকল মায়ার
কূহকজালের দৃষ্টি ভরম।
সময় কাটে মন্ত্র পাঠে
আসল পূজা রইল বাকি।
দীনের সেবা করবে যে বা
ধন্য জীবন, নইলে ফাঁকি।
ভাগ্য করে মিলল ওরে
মানব জনম বলছি শোন।
যায় চলে যায় সময় বৃথায়
মন রেখ না ধন্দ কোন।
আলোর ধারে হৃদ মাঝারে
নাও জ্বালিয়ে প্রেমের দিয়া।
হোয় না ভক্ত কর গে রপ্ত
মানুষ হবার সে প্রক্রিয়া।