তোমার রজত শুভ্র রূপ,
আমার মুগ্ধ হৃদয় চুপ।
তুমি তোমার দেশের রানী,
সালে আসো কটাদিন জানি।
পেয়ে রূপসী তোমার দেখা,
মন ওড়ে যেন মেলে পাখা।
সদা নজর বিছায়ে থাকি,
হলে সহজ লভ্যা নাকি।
কবে আসবে আমার ঘরে,
বাসে মন চনমন করে।
জানি নাগাল পাওয়া ভার,
তাও ভালোবাসা দুর্বার।
ঘর আলো কর যবে আসি,
ফোটে গিন্নীর মুখে হাসি।
তব মূল্য চুকানো দায়,
করে পকেটটা হায় হায়।
থাকে বাঙ্গালি হৃদয় পেটে,
তব অভাব তাই না মেটে।
হয় সব কিছু হোক মিস,
তবু চাই যে প্রিয় ইলিশ।
থালে কত রূপে গুণে আসা,
জলে রসনাটা ভাসা ভাসা।
কভু সরিষা ইলিশ ভাপে,
নয় বেগুনের ঝোল তাপে।
খাও ভুনা খিচুড়ির সাথে,
থাক মুচমুচে ভাজা পাতে।
ভাজা মাথা দিয়ে কচু শাক,
খেয়ে মন নাচে ধিন তাক।
আর কত গাই তব গাঁথা,
তুমি নাই, প্রাণে বড় ব্যথা।
তার উপরে বাস প্রবাসে,
দেশে তবু কিছু কিছু আসে।
রানী থাকো তুমি অধরাই,
দুখে কবিতাই লিখে যাই।