. কেটে গেলো আরেক সময়কাল,
পলক ফেলার আগে।
বড় বেশী মসৃণ, যেন হেঁটে যাওয়া
ধানক্ষেত বুকে শিশিরের চোখ ছুঁয়ে।
মসৃনতা লাগে ভালো, তবু মনে শংকার মেঘ।
প্রতিদিন বেঁচে থাকা, এ জীবন যখন যেমন।
দুহাতে আঁকড়ে ধরে সহজাত সুখ,
পা ঘষা সবুজ শ্যাওলায়, পিচ্ছিল ত্রাসে।
অনিশ্চিত বহমান কাল, হাতের মুঠোর ফাঁকে
গলে যায় স্বল্পায়ু সময়ের মাঞ্জা সুতো।
অনাবিল ভালোবাসা, প্রিয়জন, খুশী খুশী মুখ,
শিখা নেভা মোমবাতি, বলে যায় কত কথা যেন।
উৎসবে উপহারে উচ্ছল প্রাণ ঝলমল।
অন্ত:সলিলা হয় সান্ত্বনা স্রোতের প্রবাহ।
জোর করে বলে ওঠা ভালোবাসি, সব ভালোবাসি।
আবার নতুন করে ভোর গোনা এক, দুই, তিন,
আবারো নতুন করে সূর্যাস্তের লাল ছোঁয়া সুখ,
আবার প্রতীক্ষা থাকে, আর থাকে চলার আবেশ।
এ চলার নেই শেষ, পথ শেষ হওয়াই খবর।
তাই তো চরৈবেতি, চরৈবেতি জীবনের পথে।