. সত্যি কথাই বলব ভেবেছি মনে,
সত্যি কথন নয়কো মোটেও সোজা।
সত্যি ভাবাই এলোমেলো এই ক্ষণে,
সত্যি, বড়ই কঠিন সত্যি খোঁজা।
সত্যি বলেও কেউ বা রয়েছে জেলে,
সত্যি বলাটা পরতেছে বড় ভারী।
সত্যি লুকিয়ে কেউ ঘোরে মেহফিলে,
সত্যি ভাবো তো সত্যি কি দরকারি?
সত্যি নিয়ে তো জীবন কাটানো দায়,
সত্যি একাই, ফেলতে পারে বিপাকে।
সত্যি কপচে পাগলেই পার পায়,
সত্যি তাইতো মনেই বদ্ধ থাকে।
সত্যি যদিও বড়ই শক্তিশালী,
সত্যি বলতে লাগে কলজের জোর।
সত্যি কখনো শুনলে লাগে যে গালি,
সত্যি কথায় রাগ জ্বালা করে শোর।
সত্যি টা জেনো তবুও সত্যি রয়,
সত্যি লুকিয়ে কখনো যায় না বাঁচা।
সত্যি বললে থাকবে না কোন ভয়,
সত্যির কাছে মিথ্যেটা বড় কাঁচা।
সত্যি টা শেখো হোয়ো না স্বার্থপর,
সত্যি কে করো চির জীবনের সাথী।
সত্যি আপন, কভু কোর নাকো পর,
সত্যি, সত্যি প্রাণেতে জ্বালায় বাতি।