. উড়ন্ত সময়ের হাত ধরে, বহু দূর শুধু বয়ে চলা,
শিখেছি তোমার থেকে। আরো কত কিছু্,
হয় নি তো শেখা অবহেলে।
এই ধর মনে কর, সুখের বাসায় গিয়ে ছোঁয়াছুঁয়ি খেলা,
অকারণ সান্ত্বনা, “আমি ভালো আছি, তুমি ভালো থেকো”
যত সব আজে বাজে রীতি, সভ্যতা।
কিম্বা দুখের ঘরে, মাথা গুঁজে পড়ে থাকা, যুগ যুগ ধরে,
আঁধারে লুকিয়ে মুখ, শুকনো হৃদয় নিয়ে।
নয়তো কাঁচিয়ে নেওয়া অঞ্জলি ভরে,
তোমার অশ্রুধারা, হয়েছে যা নীল, বেদনার রং মেখে।
পারিনি শিখতে জানি, শুধুই সমর্পণ, আত্ম সম্প্রদান ।
পঞ্চেন্দ্রিয় বন্ধ রেখে, শুধুই বিশ্বাসে শ্বাস নেওয়া।
খুঁটে খুঁটে বেছে নেওয়া ভরসার সুখ মাখা পল।
পাগল হওয়ার নেশা জ্বালিয়েছে খুব এই বার।
ছোট ছোট দুখ আর ততোধিক ছোট কিছু সুখ।
সঞ্চয় শেষ হয় এক মুঠো বাদাম ভাজায়।
নিরলশ কর্ম শেষে ক্লান্তি আসে হয়ে বাতায়ন।
হলো না কত কি শেখা, অল্পেতে খুশী হওয়া শিখে।
ভুল ছোঁয়া বহমান কালে, ভুলে থাকা বড়ই কঠিন।
তাই আজ দুখিয়ারী বাতাসটা বুকে ভরে নিয়ে,
শুধুই উড়ান দেওয়া, সময়ের হাত ধরে, শুধু বয়ে চলা।