. ফসিল হওয়ার মুখে, হঠাত তোমার হাতছানি।
না-উর্বর সময়ের পঙ্কিল লক্ষণ রেখা পারে,
বেশ তো জীবন ছিল, স্থবির অলস দিবানিশি।
রোদহীন আঁধারেতে শ্যাওলার ছিল আনাগোনা,
পিচ্ছিল, বেইমান, শীতল, তোমার মন পারা,
জাড্যতা ভালোবেসে হয়ে ছিনু একঘেয়ে বড়।
এরি মাঝে তুমি ফের রোদ হয়ে এলে হাসিমুখে,
সহজেই ভোলে মন পুরনো দিনের ক্ষত যত,
চঞ্চল রামধনু চোখে আসে প্রজাপতি হয়ে।
প্রগলভ ভালোবাসা ডানা মেলে কত যুগ পর,
ব্যথার সাগর থেকে কয়েক মুক্তো ভালোবাসা,
ছোঁয় প্রাণ ছোঁয় মন, পেলব মায়াবী নজরেতে।
মরণ নিশ্চিত জেনে ওড়ে তবু বল্মীক আশা।
যদিও সঠিক জানি কদিনের এই খেলাঘর,
আবার আঁধার হবে, আবার হিমেল হবে রাত।
ছেড়ে যাবে অবশেষে আবার ফসিল হব বলে।
তবুও মানে না মন লোভাতুর হয়ে চায় শুধু,
ভালোবেসে এক দিন, আসুক মরণ তার পরে...