. শূন্য আর এক-এ চলে আজকের দুনিয়া,
ডিজিটালি গায় গান টিয়া, পিউ, মুনিয়া।
শিল্পীর ছবি আঁকা রঙ তুলি নেই তায়,
ইঁদুরের লেজ বেয়ে ফুটে ওঠে পর্দায়।
গান গেয়ে নাম চাই? দুখে কাঁদে মন তো?
তুড়ি মেরে দেব করে কিশোর হেমন্ত!
শুধু বলো আওয়াজটা কার মতো চাইবে,
সফটওয়্যারের জাদু, প্রাণ খুলে গাইবে।
ভুলেছি যে কেনাকাটা নিজে গিয়ে বাজারে,
মোবাইলে কিনে কিনে ক্রেতা হল রাজারে।
প্রোগ্রাম লিখবে কি, মারে ভাষা ছোবলে,
প্রাণ যায় শিখে জাভা, অরাকল, কোবোলে।
অজগর বনে থাকে জলে থাকে মুক্তো,
আই টিতে পাইথন, পার্ল দেখ যুক্ত।
বিয়ে শাদী ইত্যাদি সবি অন-লাইনে,
বেঁচে আছি ডিজিটালি, শেষ ভেবে পাই নে।
সামাজিক জালে বাঁধা আজ পুরো ধরাধাম,
পালাবার জো টি নেই আগু পিছু ডান বাম।
বাকি সব ছেড়ে ভাব কবিদের কথাটাই,
ডিজিটালি কবিতাটা রোজ ব্লগে লেখা চাই।
কোথা শুরু কোথা শেষ সবি অস্পষ্ট,
কেন ছাই ভেবে যাই মাথাটাই নষ্ট!