. ঠুনকো যত মান অভিমান,
বাঁচবি কিরে তাই জড়িয়ে?
এই কটা দিন সময় হাতে,
ক্ষ্যাপার হাসি হাস না গিয়ে।
রূপ রূপসী এই দুনিয়া,
চতুর্দিকেই চমক দমক।
সে সব ফেলে অবাক কথা,
হৃদয় ভরা ভুলের সবক!
দিক প্রকৃতি দু হাত মেলে,
ডাকছে কেমন বুকের মাঝে।
নদীর জলে কনক রোদে,
তরল সোনা বইছে সাঁঝে।
ফুলের ডালে গাইছে পাখি,
বইছে সুবাস উথাল পাথাল।
পলাশেরই লালের নেশায়,
যা হয়ে যা বদ্ধ মাতাল।
বিরাট বিশাল এই ধরাতে,
ছাদ বানা ঐ আকাশটাকে।
ভুলে আপন ঘরের প্রাচীর,
নিদ্রা যা না মাটির বুকে।
ভাবনা যতই ক্ষুদ্র হবে,
ছোট্ট হবে মনটা আরো।
শান্তি সুখের অভাব নিয়ে,
অসুখ মনের হবে জড়ো।
তাই তো বলি এই বেলাতে,
সামলে নিয়ে জীবনটাকে।
দেখ না নতুন দৃষ্টি দিয়ে,
নতুন শ্যামল ধরিত্রীকে।