. আমার কথাটি ফুরলো নটেগাছটি মুড়লো
তারপরেতেও থাকবে অনেক গল্প বাকি,
ভাব আড়িতেই কাটবে জীবন ভাবা ফাঁকি,
জটিল অনেক জীবন পথে চলার হিসেব,
নটেগাছটা বললে পরেই মুড়োয় নাকি?
যায় কি ভোলা নিজের মনের মন্দ ফেরেব?
মানুষ মোরা গলদ ভরা, নই কোন দেব।
নিত্য গড়ি ভুলের পাহাড়, জ্ঞান পাপী সব।
দেই বাহানা মনকে বোঝাই, মেলে হিসেব।
প্রেম পীরিতি নিজের মত আপন সময়,
এর বাইরে জীবন বড়ই বিরক্তিময়,
কপাল যখন মুচকি হেসে উলটো চালে,
দুইচোখেতে আঁধার, কাঁদে হতাশ হৃদয়।
বেঠিক সময় হবেই ফুটো গাড়ির চাকা,
দেরী হলেই, বসের সেদিন জলদি দেখা,
ওজন মেরে সবজিবালা দেখায় মেজাজ,
পান থেকে চুন খসলে বাসায় গিন্নী বাঁকা।
আসবেই জেনো বৃষ্টি, যখন নেইকো ছাতা,
ইমতেহানে না পড়া খন্ডে সওয়াল বাঁধা,
ট্রেনটা আসে সঠিক সময়, করলে দেরি,
বুঝতে নারি কারন, যতই খাটাই মাথা।
এসব মিলে টক ঝালেতে স্বাদ লাগাতার,
রৌদ্র জ্বলন, বাদল ছায়ার রঙ্গ বাহার,
ফুরোয় নাকো কথার বহর চলতে থাকে,
নটেগাছটা প্রায় মুড়িয়ে মুড়োয় না আর।