. পেট ভরাতেই জীবন গেল, এই বেলাতে আজ,
পেটটা খালির চিন্তা করে পড়ছে মাথায় বাজ।
ভাবছো বুঝি, পাগল নাকি? বলছে কি সব যাতা?
না হোক দুদিন! বুঝবে কত সত্য মনের ব্যথা।
কাল সকালে নামবে কিনা, খেতেও বেজায় ভয়,
আজকে রাতে, ইসব গুলের, শরবতেরি জয়।
বেলের পোড়া, বেলের পানা, বেলেই জীবন কাটে,
তাও না হলে, পেট গুড়গুড়, মন ঘুড়িটা লাটে।
যখন তখন বদমেজাজে, নিজেই পরেশান,
এদিক সেদিক টোটকা খুঁজি, মুশকিল আসান।
নিত্য কর্ম না হয় নিত্য, চিত্ত বিকল তাতে,
ভোর বেলাতে হয় কি না হয়, নিদ্রা নাইকো রাতে।
“বারান্দায় রোদ্দুর”টা ওঠে ছাদের ওপর ভাই,
তবুও “তোমার দেখা নাই রে তোমার দেখা নাই”।
রোজ সকালে লাইন দিয়ে গরম চায়ের কাপ,
কতই চলে গভীর সাধন তাও আসে না চাপ।
তবুও যদি কোন সকালে উলটো হিসেব হয়,
দুনিয়ার মন সেই দিনেতে করতে পারি জয়।
বড়ই কষ্ট এই কাঠিন্যে, জানিয়ে গেলুম সায়,
খালি করাই বেশী জটিল, নয়তো পেট ভরায়।