. তবুও জোছনা বলেছিলো রূপ কথা,
তবুও বাতাসে ছিলো পাগলামি ঠাসা,
হোক না তামাদি বুড়ো প্রেম ভালোবাসা,
তবুও হৃদয়ে বাঁধে ঘর কিছু ব্যথা।
সেদিন গোধূলি সোনালি রঙের ধাঁধা,
সেদিন তপন অবাক করেছে লালে,
ফেরারি হৃদয় কপট খুশীর ছলে,
সেদিন ভেঙ্গেছে আলীক প্রেমের বাঁধা।
দেখেছি যুবতী রাতের মায়াবী হাসি,
দেখেছি নিকষ আঁধারের হাতছানি,
ভুলের হিসেব করে পিছে কানাকানি,
দেখেছি স্বপন, তাই আজ পরবাসী।
তোমায় দেখেছি কত রাগে অনুরাগে,
তোমায় পেয়েছি গহিন হৃদয় হতে,
রইলেনা তুমি জীবন সমরে সাথে,
তোমায় পাবার সাধ তবু ভালো লাগে।