. দারুচিনি মিঠে কেন, ঝাল কেন লঙ্কায়,
রাত ঘুমে কেন কাটে, দিন কাটে শঙ্কায়।
তেঁতুলটা টক কেন, আঙ্গুরটা মিষ্টি,
বানভাসি কেন লোকে, হলে পরে বৃষ্টি।
গাছে যদি প্রাণ তবে, কথা কেন কয় না,
দুমদাম কেটে নিলে, দু ঘা কেন দেয় না।
রবি ওঠে পূবে কেন পশ্চিমে অস্ত,
কামড়ালে মশা কেন নিজে ওঠে হস্ত।
প্রজাপতি পতি হলে, পত্নীটা কোথা যে,
টিকি ছাড়া টিকটিকি, বলো দেখি কি বাজে।
বাজ পড়ে ঢিল পড়ে শিল পড়ে মাটিতে,
তবু দেখ খোকাখুকু পড়ে বই পাটিতে।
ডিমখানা আগে, নাকি আগে গোটা মুরগি,
জনতার হাতে কেন লাঠি আর সড়কি।
হপ্তাতে রবিবার কে বানালো একটাই,
দিনে দিনে ভারি কেন ইস্কুল ব্যাগটাই।
পাহাড়টা উঁচু কেন সাগরেতে গাড্ডা,
দেশ আজ ভুলে কাজ, দেয় কেন আড্ডা।
বোকা খোকা কলেজেতে কেন হল মাস্তান,
দারোগাটা সব ভুলে, গায় কেন এক গান।
টাকা হয় মাটি, তাই মাটি নিয়ে হাঁকডাক,
কি করে যে তিন দাগে করে ফেলো দশ লাখ।
কোথা থেকে শুরু আর কোথা চলে যাচ্ছে,
ঝুড়ি ঝুড়ি কি বা কেন বড় খোঁচা মারছে।
দূর ছাই, আজে বাজে প্রশ্নের নেই শেষ,
থামা ভালো এই বেলা তা নইলে খাবো কেস।