. গেঞ্জি পরে গঞ্জিকা খায়,
গামছা পরে নাচে।
হ্যাবলা পাঁচু ক্যাবলা বেজায়,
উলটো হয়ে হাঁচে।
উদোম থাকে মাঘের শীতে,
গ্রীষ্মে জড়ায় শাল।
হ্যাবলা পাঁচুর জনম হতে,
সব কিছু ভুলভাল।
পেট ভরিয়ে কান্না আসে,
ক্ষিদেয় আসে হাসি।
সেই ভুলেতেই উপবাসে,
পাঁচুর জীবন বাসি।
ভালোবেসে খাটে বেগার,
ভীষন উপকারি।
চোর বাঁচিয়ে উপকারে,
পুলিশ দিল বাড়ি।
পাঁচুর আবার দুঃখ হলে,
গাইতে বসে গান।
কুকুর বেড়াল মানুষ মিলে,
পালিয়ে বাঁচায় প্রাণ।
পাঁচু থাকে ইষ্টিশনে,
পাশেই বিশাল ঝিল।
জলাতঙ্ক পাঁচুর মনে,
বললে ক্ষেপেই নীল।
এহেন পাঁচু এক দুপুরে,
দেখল ঝিলের জলে।
প্রায় ডুবে যায় দুইটি শিশু,
ঝিলের গভীর তলে।
বোকা পাঁচু ক্যাবলা সেটি,
ঝাঁপায় বিপদ ভুলে।
বাঁচলো বটে শিশু দুটি,
ডুবলো পাঁচু জলে।
ভুলল সবাই দুদিন পরে,
ক্যাবলা পাঁচুর ব্যথা।
মুক্তি পেলো বাঁচলো মরে,
সাঙ্গ হল কথা।
তাই তো বলি এই পাঁচুদের,
একটুখানি দেখো।
অল্প পাঁচু সবার ভেতর,
বাঁচছে মনে রেখো।