চলছে হাওয়া উলটো সোজা,
যুগের দিশা বাঁকা।
হচ্ছে কি যে যায় না বোঝা,
বোঝাও যতই কাকা।
চালাক ফোনের বাজার দেশে,
ফোনই সবার প্রভু।
ক্ষইলো আঙ্গুল ঘষে ঘষে,
ক্লান্ত নই তো তবু।
চার জনারি পরিবারে,
মুখের কথা নাই।
মিস ইউ, লাভ ই্উ, হ্যাপি বা’ডে,
ফেসবুকেতে পাই।
একই ঘরে বসে আলাপ,
মেসেঞ্জারে চলে।
অন লাইনে আড্ডা মারে,
নেটের ভাষাই বলে।
স্ট্যাটাসেরো রকম সকম,
বড়ই চমৎকার।
পেট খারাপে স্ট্যাটাস দিলো,
লিক হয়েছে তার।
এই সেদিনের এস এম এসের,
হালত খারাপ ভাই।
হোয়াটস অ্যাপের চ্যাংড়ামিতে,
ওনার কদর নাই!
জুটলো এসে আরেক জ্বালা,
নামটি তাহার সেলফি।
নানান পোজে কতই ছবি,
কোনটা ঝেড়ে ফেলবি?
শেয়ার এবং লাইক জেনো,
করতে হবে ঠিক।
নইলে পরে রয়েই গেলে,
তুমি অসামাজিক।
স্কাইপ, মেইল আর টুইটারেতে,
ধরল চেপে মাথা।
মানছি হচ্ছে ভাল, তবু
হচ্ছে কিন্তু যাতা!
সবার সেরা এর মাঝেতে,
গুগল সারাৎসার।
উত্তর সব হাতের মুঠোয়,
প্রশ্ন নেইকো আর।
নেটের কৃপায় সবাই রাজা,
সবই নেটের খেলা।
নেট বিদ্যেয় ছেলে গুরু,
বাবা ছেলের চেলা।