. তাই রে নাই রে না,
মন যে মানে না।
গরমে আই ঢাই,
ভাল্লাগে না ছাই।
গুড়ুম গুড়ুম ডাক,
কালবোশেখির হাঁক।
নিদাঘ পরে জল,
মন দেহ শীতল।
কাজল কালো মেঘ,
বড় বিষণ্ণ আবেগ।
ধান ক্ষেতে কাশফুল,
হল হৃদয় যে ব্যাকুল।
শরত সোনা রোদ,
মায়ের আসার বোধ।
কুড়ুর কুড়ুর টাক,
দুগগা পুজোর ঢাক।
বাদল পেঁজাতুলো,
আনন্দ মন ছুঁলো।
শুভ বিজয়া শুরু,
লক্ষীপূজোর নাড়ু।
আলোর রোশনাই,
প্রেমের দিয়া জ্বালাই।
কালী পুজোর বোম,
ফাটলো দোদম দোম।
হাওয়ায় শীতল ছোঁয়া,
গরম কাপড় ধোয়া।
ঠান্ডাতে কনকন,
দাঁত কাঁপে ঝনঝন।
খেজুর রসের গুড়,
পিঠে পুলির সুর।
ফাগুন শীতের শেষে,
মিষ্টি হাসি হাসে।
এমনিতো হেসে খেলে,
বৎসর যায় চলে।
তাই বঙ্গ হৃদয়ে খালি,
এই বারোমেসে পাঁচালি।