কালো রাত পোড়া হাত
ঝোলে বেলগাছেতে,
শন শনে কন কনে
চলে হাওয়া রাতেতে।
হুম হাম ধুম ধাম
পায়েলের ঝম ঝম,
হানা বাড়ি ভয়ে মরি
বুক করে ছমছম।
কাঁউ কাঁউ হাঁউ মাঁউ
কুকুরের কান্না?
শোন রাতে কান পেতে
ভূতেদের গান না?
চলে নারী সাদা শাড়ি
মুখ ঢাকা ঘোমটায়,
ডাকে প্যাঁচা হাড়িচাচা
শ্মশানের কোনটায়।
মরা ঝিল ঝিলমিল
আলেয়ার আলোতে,
নাচে কাল কঙ্কাল
করোটিটা হাতেতে।
উঁহুঁ হুঁহুঁ উঁহুঁ হুঁহুঁ
বাঁশঝাড়ে কে কাঁদে?
দুখি নাটা পেত্নীটা
কেউ পড়েনি ফাঁদে।
চাঁদ বাঁকা মুখ ঢাকা
চাক চাক আঁধারে,
জোনাকীটা গায়ে সাঁটা
কবন্ধ বাদাড়ে।
কটকট খটখট
হাড় খায় হায়না,
খুন চোষা, ভূতেপোষা
বাদুড়ের বায়না।
রাত্তির বড় ধীর
কাটে কত প্রহরে,
আলো নাই তাই ভাই
এই সব সহ রে।
নেই ঘুম নিঝঝুম
হারিকেন সম্বল,
ঘেমে নেয়ে আছি শুয়ে
মুড়ি দিয়ে কম্বল।