ভেজাল ভেজাল সবাই বেহাল,
ভেজাল চতুর্দিকে।
ম্যাগী নিয়ে লম্ফ ঝম্ফ,
করল বাকি ফিকে।
জলে ভেজাল আর্সেনিকের,
হাওয়ায় ভেজাল ধুঁয়ো।
জেনে শুনেও জ্ঞানী মানুষ,
খুঁড়ছে মরন কুঁয়ো।
ফলের নামে কীটনাশক,
আর সবজিটাতেও তাই।
পেট ভরাতে খাবোটা কি,
ভেবেই মরি ভাই।
চালে ভেজাল ডালে ভেজাল,
ভেজাল দুধেও আজ।
মিষ্টি খাবে? তাতেও ভেজাল,
চলছে ভেজাল রাজ।
ছেড়েই দিলাম খাওয়ার কথা,
বাকির একই হাল।
নেতায় ভেজাল, কেতায় ভেজাল,
বিদ্যাতেও ভেজাল।
ভেজাল দিল-এ, ভেজাল বিলে,
ভেজাল দেখো গানে।
শুদ্ধ জিনিষ সয়নাতো আর,
ভেজাল মনে প্রাণে।
গদ্যে ভেজাল পদ্যে ভেজাল,
ভেজাল দেশের রানী।
জীবনটাই তো ভেজাল কাকা,
আর দিও না বাণী।