. ফেমাস হবার ইচ্ছে নাকি?
কঠিন বড় না তা।
চাঁদ সু্য্যির নামে লিখে,
দাওনা কিছু যাতা।
কেই বা এসে ধরবে কলার,
কেই বা দেবে গালি।
কেই বা জানে বাসা আমার,
নামটা জানে খালি।
নিন্দা করতে যুক্তি লাগে?
প্রমাণ লাগে নাকি?
যা মনে চাও দাও না লিখে,
অদৃশ্যই তো থাকি।
যুক্তি দেওয়া, প্রমাণ করা,
বড়ই কঠিন কাজ।
করতে আবার দিমাগ লাগে,
মাথায় পড়ে বাজ।
চাঁদ সুয্যির বয়েই গেছে,
লেখ ভালো বা মন্দ।
লোকে কিন্তু গিলবে ভালো,
নেই কো তাতে সন্দ’।
ইন্টারনেটের এই দুনিয়ায়,
নেই তো কোন দায়।
হতেও পারে জয় জয়কার,
অথবা হায় হায়।
খেটে খুটে ফেমাস হওয়া,
কষ্ট বড় তাতে।
শর্ট কাটটাই লাগছে ভালো,
ফলটা হাতে হাতে।