. যদিও আকাশ জুড়ে ছেয়ে থাকে প্রতীক্ষা উষার,
যদিও শীতের পাখি এখনো মেলে নি তার ডানা।
যদিও বা অনুভবে জমে থাকা মনন তুষার,
তবুও সকাল রোদ খুঁজে নেয় সুরের ঠিকানা।
জীবন নদীর জলে, কত শত স্মৃতি বহমান,
ভালো বা খারাপ নিয়ে সকলেই ভাগাভাগি কর।
পেলে ভালো খুশী হই, খারাপেতে করি অভিমান,
আসলে সকলি এক, নজরটা ধোঁকা দেয় বড়।
দিন আসে দিন যায় ঘটনার ঘনঘটা মাঝে,
সময়ের বালুকণা ঝরে যায় আঙ্গুলের ফাঁকে।
সকাল দুপুর হয়ে জীবনটা ধিমে হয় সাঁঝে,
হিসেবের খেরোখাতা খালি পাতা বুকে ধরে থাকে।
কখনো নতুন ফুল, কখনো বা ঝরে পরা কলি,
সময় থাকে না থেমে, যাতায়াত লাগাতার হেথা।
আজ আছি সব নিয়ে, কাল সব ছেড়েছুড়ে চলি,
অনন্ত যাত্রার মাঝে কুশীলব মোরা, অভিনেতা।
যদিও বা দিনশেষে পাখি সব ফিরবে কুলায়,
যদিও চোখের জল ধুয়ে দেবে জমা পাপ স্তুপ।
যদিও বা তুমি আমি বেঁচে রব বেদনা ভুলায়,
তবুও জীবন রবে হৃদিহীন নীরব নিশ্চুপ।