. তিন টিয়েতে পান্তুয়া খায়,
দুই টিয়ে গায় গান।
পঞ্চ টিয়ার বাবা দাওয়ায়,
হুঁকোয় মারে টান।
ময়না গুলো গয়না পরে,
বায়না ধরেছে.
লিপিস্টিকি চাই যে ঘরে,
উপোষ করেছে.
চড়াই পাখি বড়াই করেন,
দারুন নাকি রান্না।
মাস্টার শেফ হতেই পারেন,
ইচ্ছে করে যান না।
হাঁড়িচাচা অঙ্কে কাঁচা,
গুসসা ভারি তার।
ল্যাপটপেতে মারবে খোঁচা,
সাধের কি বাহার।
শালিখ পাখি মালিক সেজে,
ধুতির কোঁচা ধরে।
ব্যস্ত হয়ে চলছে মেঝেয়,
পামশু পায়ে পরে।
নহবতের সানাই বাজায়,
কোকিল পাখির বোন।
ঘুঘু পাখির হচ্ছে বিয়ে,
সবার আমন্ত্রণ।
কাকের কাকা চলল ঢাকা,
আনতে ঢাকাই শাড়ি।
ইলিশ মাছের নেইকো টাকা,
করল কাকী আড়ি।
পাখপাখালির ব্যস্ততারে,
কইব কত আর।
মানুষ গুলোই বেকার, করে,
কাব্যে সময় পার।