. বঙ্গের বাসী খাদ্য বিলাসী,
খাওয়াতেই যত সুখ।
যাই দেখি চোখে, চাখার নিরিখে,
মেপে মিটে মন ভুখ।
প্রিয়ার দৃষ্টি, বড়ই মিষ্টি,
যেন ইয়া রাজভোগ।
সুমধুর হাসি, কত ভালোবাসি,
রাবড়িতে মনযোগ।
বৌয়ের কান্না, বিকট রান্না
নুনকটা তরকারী।
অভিমান হলে, বুক যায় জ্বলে,
লঙ্কার বাড়াবাড়ি।
মা-বাবার বাড়ি, যাও করে আড়ি,
কষ্টেরি বাজে বীন।
যেন ছেড়ে আসা, ভোজবাড়ি খাসা,
পেট খারাপের দিন।
সর্ষে-ইলিশ তব ভালোবাসা,
পায়েশ গালের টোল।
রক্তিম গাল, মনটা বেহাল
পাবদা মাছের ঝোল।
রূপসী সৃষ্টি, খোঁজে এ দৃষ্টি,
অপরূপ কোন খোঁজ,
খাদ্যের নেশা, বাঁচায় হামেশা,
নিত্যই নব ভোজ।