হারাধন ডাক্তার, বড়ো নাম ডাক তার।
নোয়াপাতি ভুঁড়ি বেশ, মস্তকে নেই কেশ।
যায় হাসপাতালে, সোমবার সকালে।
বাকি ছয়খানা বার, কেয়ার অফ চেম্বার।
দেখাবার মনে সাধ? জিহ্বায় দাও বাঁধ।
করো যদি উফ ইশ, নির্ঘাত বাড়ে ফিস।
পেটেব্যথা, অম্বল? করো আগে গার্গল।
জ্বর কাসি সর্দি? হয়ে যাও ভর্তি।
নার্সিং হোমটায়, টাকা দাও টায়টায়।
ওষুধটা তার পর , তবিয়ৎ ঝর ঝর।
চর্ম্ম রোগেতে ভাই, করা চাই এম আর আই।
ব্যথা করে দন্ত? হাতুড়িটা আন তো!
করে বুক ধড়ফড়? পেয়ো নাকো ভয়ডর,
সুঁই দিয়ে নুন জল, নিলে বাড়ে মনোবল।
নুন চিনি খেওনা, টক পানে চেওনা,
খেতে পার পান্তা, আট দশ হান্তা।
হয় কিছু সহসা, ভগবান ভরোসা।
হারাধন ডাক্তার, আজব বিধান তাঁর।
বহু তবু নাম যশ, এক ডাকে চেনে দশ।
এত বড় ডাক্তার, দেখানোটা দরকার?
হাতে নিয়ে অবকাশ , এসো চলে বিন্দাস।
চিকিৎসা নয় খেল, ফেলো কড়ি মাখো তেল।