. আপন ঘরে সময় সময় থাকি,
সময় মনের সুয্যি ছোঁয়া কথা।
সময় যেন দুইটি চড়ুই পাখি,
ফুড়ুৎ করে পালায় হেথা হোথা।
সময়মত আসা যাওয়ার খেলা,
ঘুণ লেগেছে পাড়ার সাঁকোর কাঠে।
সময়টাকে ধরতে গিয়ে দেখো,
সন্ধ্যা হল ভর দুপুরের মাঠে।
সময় নয়তো ঘড়ির দুটি কাঁটা,
এদিক সেদিক ছুটছে লাগামছাড়া।
আসলো কে যে গেলই কেবা চলে,
রাখতে হিসেব হলেম দিশাহারা।
সময় সময়, সময় ভালো আসে,
ঝর্ণা জলের রোদ সোহাগী বেলা।
ঠিক সময়ে মনটা মেলে দেখো,
জীবন হবে বদলে যাওয়ার খেলা।
সময় নিয়ে চলছে টানা পোড়েন,
টান পড়েছে, খুলছে সুতোর গাঁঠি।
অবিশ্বাসের নয়কো সময় এটা,
ওপরওয়ালা নাড়তেছে কলকাঠি।
অবাক সময় আজকে বড় বেশী,
ঘোর লেগেছে ভুল সময়ে আজ।
সময় নিয়েও সময় সময় ভাবো,
ঠিক সময়ে পালটে নিয়ো সাজ।