. বঙ্গ মননে রবীন্দ্রনাথ,
কৃষ্টি আকাশে রবি।
তোমা বিনা নয় জীবন পূর্ণ,
দুনিয়ার মহা কবি।
বাংলার মাটি হয়েছে ধন্য,
তোমারে ধরেছে কোলে।
সরসিজ সম ফুটেছ হৃদয়ে,
তব সুরে প্রাণ দোলে।
শুধু নামে নও, মাণেও ঠাকুর,
বাঙ্গালীর বড় গর্ব।
বঙ্গের মণি, সংস্কৃতি ধনী,
কভু হবে না যা খর্ব।
মানব জীবনে আমৃত্যুকাল,
আসে না কখনো স্থিতি।
যারে মনে করে, গাও নাই তুমি,
হৃদয়মথিত গীতি।
আজ পঁচিশেতে, অন্তর হতে,
জপিব তোমারি নাম।
ভাষার ঠাকুর রবীন্দ্রনাথ,
সবার লহ প্রণাম।