ধ্বংসের স্তূপ আর চূর্ণ বিচূর্ণ হওয়া গর্ব অহংকার,
মনুষ্য নামের, পড়ে আছে দিগন্ত বিস্তৃত।
ত্রিপলের নীচে, নিদ্রাহীন, খাদ্যহীন,
কাটে রাত কাটে দিন, স্বপ্নহীন শোকাতুর।
আপন ও প্রিয়জন, কাকে বলে নেই জানা আর।
কষ্টের পরিভাষা রোজ বদলায়,
মন আজ কষ্টি পাথর, শোক জর্জর।
কান্না, বেদনাশ্রু, বিলাসিতা আজ এই মৃতের শহরে।
ধরিত্রীর হৃদ-নিঙড়ানো ব্যথা ভাগ করে নিয়ে,
কত বুক ভগ্নপ্রায়। স্বজন সম্বল ছাড়া। মন দিশাহারা।
হাহাকার বাতাসে ছড়ায়। ঐতিহ্যের, আভিজাত্যের যত নিদর্শন,
হয়েছে খোলামকুচি, প্রকৃতির রোষে, চোখের নিমেষে।
যতদূর চোখ যায়, দৃশ্যমান শুধুই আঁধার।
তবুও তমসা মাঝে, দু চোখেতে জ্বালব মশাল, বুকের পাঁজর দিয়ে।
স্বেদ রক্ত ধারে, গড়ব নতুন দেশ, প্রিয়র সমাধি পরে।
চলার পথেতে যদি সাথে পাই তোমার আশ্বাস,
অনেক সহজ হবে পথচলা। করুনা চাই না, শুধু হও সমব্যথী।
তবেই উড়ান দেব আকাশের পথে,
পোড়া ছাই হতে, নেব যে পুনর্জন্ম।
এবার ফিনিক্স হবো।