বুঝলে সুমন,
এমনটা হয় আজকাল!
শুধু এক সুখবর খোঁজে,
মনে হয় পায়ে হেঁটে অবহেলে হয়ে যাব পার,
সাহারার বালুরাশি, নয়তো বা সুনীল সাগর,
পাল তোলা সাম্পানে চড়ে কত বার।
অথবা যেতেও পারি কুমেরু, সুমেরুর বুকে,
অ্যামাজন নদী বেয়ে গহীন জঙ্গলে, বিপদের কোলে,
সুখবর যদি এক মেলে।
সুমন জান কি তুমি? প্রতিদিন ভোরে,
চায়ের কাপের সাথে, শুরু হয় বিষ গেলা,
চোখ দিয়ে গোগ্রাসে, নিউজ পেপার হাতে।
রাহাজানি, ধর্ষণ, খুন, ছিনতাই, কিবা নাই?
তোলাবাজি, ডাকাতির, শ্লীলতা হানির বিবরণ।
সাথে থাকে জাল নোট, জালি চিট সাপের মতন।
এর পরও ছাড় নেই, হামবড়া চোর রাজনেতা,
জ্ঞান দেয় ঝুড়ি ঝুড়ি, অবান্তর বকে হেথা হোথা।
যত ঘোর অপরাধ অগুনতি শয়তানি, খবরের বেশে
উঠে এসে, শ্বাস রোধ করে, অমোঘ বিষের মত
তিলে তিলে মেরে ফেলে, সরল ভাবনা যত,
বিষের আসক্তিজালে সুস্থ মনন।
তুমি শুনছ সুমন?
বোকা বাক্সের কথা বলি কি তোমায়।
খুলি যদি ভুল করে, ভয়ে প্রান যায়।
তবু দেখি। ওই যে, ধরেছে নেশা?
তোমার তো পেশা। পারলে খবর দিয়ো,
কোথা গেলে পাই। এক টুকরো সুখবর,
একটা সরল হাসি, এক বুক ভালবাসা।
যাবো নিশ্চই।