বৃষ্টি হঠাত ঝাঁপিয়ে এলো, ঝমঝমিয়ে, টিনের ছাদে,
বইছে হাওয়া এলো মেলো, জমেছে জল পাড়ার পথে।
টিউশন পড়, স্যারের গোয়াল, ফিরবে ঘরে কেমন তরো,
তোমার মায়ের নেইকো খেয়াল, আমার আবার চিন্তা বড়ো।
উপোশ মাঝে মধ্যে হেলায়, জীবন কাটে চাকরি বিনা।
তাই বলে কে দিব্যি গেলায়, ইচ্ছে হলেও দিল দিবি না?
কাপড় ধুতে, কাটতে দাড়ি, অনেক গুলো পয়সা বেহাত
তাইতো বুলু জীন্স পরি, গোঁফ দাড়িতে রবীন্দ্রনাথ।
লোকে আমায় আঁতেল বলে, বলে আমায় কর্ম চোরা।
পেস্টিজ নেই বেকার হলে? ফালতু কাজে হামলে পড়া?
বানায় বাড়ি তোমার বাবা, বলে লোকে টাকার কুমীর।
তাই মেরেছি প্রেমের থাবা, সফল হলেই মালিক ভূমির।
স্বার্থপরও ভাবতে পারো, বলতে পারো ইয়ের ইয়ে।
তুমি ট্যারা, মুটকি বড়ো, বলেছি কি ঢাক পিটিয়ে?
আমার বাপু নীতি প্রবল, দোষ দিও না আমার নামে।
চলব আমি বাজিয়ে বগল, যাকনা সবাই জাহান্নামে।
বললে সেদিন পচার দাদা, প্রেমিক হতে বন-গে কবি।
দিলাম লিখে এই কবিতা, লাগলে খারাপ গাঁট্টা খাবি।