. তোমার খোঁজে, বেড়াই খুঁজে,
সাত সাগরের পার।
না পাই দেখা, তোমার সখা,
খুঁজব কতো আর।
কোথায় তুমি, ভুবন ভ্রমী,
এলাম চলে লন্ডন।
পোড়া কপাল, সন্ধ্যে সকাল,
খুঁজেও ভাগ্য ঠনঠন।
খুঁজছি তোমায়, নেইকো সময়,
গেলাম আবার মস্কো।
পাই না খুঁজে, মুখটি বুজে,
গোছাই প্যাঁটরা বাস্কো।
নুডলস রেঁধে, বুকটা বেঁধে,
রওনা হলাম চায়না।
উল্টে কেলো, শুনতে হল,
হাজার রকম বায়না।
জার্মানিতে, প্রখর শীতে,
খুঁজছি তোমায় বণ-এ।
হাড় কাঁপুনি, মিনিট গুনি,
থাকলে তুমি মনে।
আকূল প্রানে, সঙ্গোপনে,
খুঁজতে গিয়ে ব্রুনেই।
রাজ পেয়াদা, চাইল চাঁদা,
তোমার কথা শুনেই।
তোমার আশে, চক্ষু ভাসে,
গেলাম শেষে দুবাই।
মিলল সেথা, নেতাভিনেতা,
তোমায় ছাড়া সবাই।
উদাস দিনে, তুমি বিনে,
এলেম ফিরে দেশে।
তোমার দেখা, পেলাম একা,
মিললে অবশেষে।
মিলল মিতা, মোর কবিতা,
আপন আঙ্গিনায়।
পেলাম সাথে, কোলকাতাতে,
পেলাম যে ঢাকায়।