বিদায় নিল চৈতি হাওয়া, বোশেখ এল আজ।
আজ বাঙ্গালী বেজায় খুশী,
চৌদিকে সাজ সাজ।
বঙ্গনারী পরবে শাড়ি, লাল পাড়ের বাহার।
ব্যাস্ত সাজায়, বাবুমশায়,
পাঞ্জাবী চুড়িদার।
বাঙ্গালী ঠিক খাদ্যরসিক, কতই রকম রান্না।
মাটন চিকেন ইলিশ মাছ আর,
পনীর, ধোকার ডালনা।
শুভেচ্ছা ও কোলাকুলির, আজ ডেকেছে বাণ।
ভদ্র লোকের শিষ্টাচারে,
ভরল হৃদয়, প্রাণ।
বৈশাখেরে করছি বরণ, বর্ষ বরণ তাও।
প্রাণখুলে আজ ভালবাসার,
ফোয়ারা ছোটাও।
ভাবছো জানি, করছি শুধুই, সকল ভালর স্তুতি।
ইচ্ছে করেই আজ ভুলেছি,
মন্দ কথার স্মৃতি।
প্রথম দিনটা নিদেনপক্ষে, কাটুক চমৎকার।
পয়লাতে আজ জানাই সবে,
ভালবাসা অপার।
শুভেচ্ছা ও অভিনন্দন, বক্ষ ভরা নিও।
এ নববর্ষে, বলো সহর্ষে,
জীও বাঙ্গালী জীও।