তোমার আমার বুকের গোপন ঘরে,
অঙ্গার যেন ধিকি ধিকি এক জ্বলে।
অজানা অচেনা প্রতিবাদী এক মন,
হঠাত উদয় হয় যেন কোন ছলে।
হোয়ও না অবাক, ভেব না এ কোন আমি?
এতদিন ধরে লুকিয়ে কোথায় ছিল?
অন্যায় হলে অজান্তে ফোঁস করে,
চোখে চোখ রেখে রোখে অবিচার গুলো।
কতই মানুষ বাস করে এক মনে,
অবস্থা বুঝে মুখোশ নিজের খোলে।
স্বার্থপরতা, ভয় ভীত হয়ে থাকা,
সাধারন সেজে যায় রে জীবন চলে।
তাই আজ এসো নিজেকে ছাপিয়ে যাই,
বুকের আগুন হাতে নিয়ে পথ চলি।
যাক ঘুচে যত সামাজিক অবক্ষয়,
প্রতিবাদী হয়ে অন্যের কথা বলি।
জীবনের কত সমান্তরাল পথ,
ভিন্ন ভিন্ন তোমার আমার রেখা।
হাসি মুখে আজ তোমাকে বিদায় বলি,
রাস্তার শেষে আবার হবে যে দেখা।