, সাদা খাতায় মেঘ এঁকেছি,
একটুখানি জল চেয়েছি,
মন ভেজানো।
আঁকবো আবার সূর্যখানা,
আঁধার দিনে রৌদ্র বিনা,
মেঘ ছড়ানো।
আঁকবো সেতার তুলির টানে,
নাচবে এ মন সুর ও তানে,
মাতাল ঢঙে।
আঁকবো পলাশ ঘোর লালিমা,
ঘুচিয়ে দেবো সব কালিমা,
রক্ত রঙে।
আঁকবো আকাশ ছড়িয়ে পাতে,
নীল নীলিমায় উদার হাতে,
স্বর্ণ কণা।
আঁকবো সাগর ঢেউয়ের ফেনায়,
ভাসাই নৌকা দূর অজানায়,
কেউ জানেনা।
আঁকবো তোমার নয়নতারা,
এ মন যখন পাগল পারা,
ঘোর বিরহে।
আঁকবো তোমার মিষ্টি হাসি,
দুঃখ যখন ধরবে আসি,
হাসব দোঁহে।