অভিমানী হাতে, হাত রেখে চল যাই,
ঘুরে আসি ধূসর উপত্যকায়।
বুনো অর্কিড ছুঁয়ে, লাল সাদা ভালবাসা
জাগুক আবার শেষ রাতে।
আধো আধো দিগন্তের নীল,
দেয় হাতছানি, করে সম্মোহন।
গোপন সুড়ঙ্গ বেয়ে পাথরের ঘাম ঝড়ে পরে,
জমা হয় ভঙ্গুর পেলব কোনায়।
আঙ্গুলে ভ্রমের স্বাদ, চল করি
মান ভাঙ্গা পণ, আরো এক বার।
অর্কিডের থোকায় থোকায়,
বিষাক্ত অবিশ্বাস, কখন বেঁধেছে বাসা
করেছে আবাদ। নীল গরলের,
বঞ্ছনার, বিরহের, গভীর গোপনে।
ঘেন্না ও ভালবাসা, পথ হাঁটে পাশাপাশি,
মুহুর্মুহু স্থান বদলায়।
অবশেষে আজ, পিঠে লাগা দেওয়ালটা ভেঙে,
এবারে বেড়িয়ে পড়ি, সোনালী রৌদ্র খোঁজে।
মেঘজলে ধুয়ে, ধূসর উপত্যকা,
সাজাবো রঙ্গিন করে,
ভালবাসা দিয়ে।