সময়ের ঘেরাটোপে বন্দী যদিও,
শেকল ছেঁড়ার আশা, থাকে মনে তবু অবিরাম।
ক্রমাগত ভুল বোঝাবুঝি ভুলে,
একদিন ঠিক,
আসবে সমর্পণ সঠিক সময়ে অবশেষে।
নাড়ির টান জেনো চিরকাল সাথে সাথে থাকে
যতই যাও না দূরে, সাত সাগরের পার,
সাঁঝের প্রদীপ থাকে তবু সদা,
প্রজ্জ্বলিত বুকের গহীনে।
বট অশথের পাতে লেখা, ভালবাসা-বাসি কথা
আজো দেয় হাওয়ায় উড়ান।
যদিও এখন যেন উড়ু উড়ু দখিনা বাতাস,
তবুও সে আকুলতা ভরে, আঙ্গুল বোলায়
চোখের পাতার পরে।
সুবর্ণরেখার জলে, এখনো কি ঢেউ বয় কলকল রবে?
তিলখেত মাঝে, এখনো কি প্রজাপতি ওড়ে ডানা মেলে?
রাতের গর্ভ থেকে আরেকটি দিনের জনম,
বয়ে যায় প্রতি পল, মসৃনতার ভারে ক্ষয়ে যায়
পুরনো সময় রাশি।
নতুন স্মৃতির চাপে খোয়া যায় পুরনোর দাম।
শুধু বেঁচে থাকে, হিমায়িত চোখ মেলে
ফিরে দেখা, শুধু ফিরে দেখা গত কাল।