নদীর জলের ছলাত ছলাত,
কতই ব্যথায় কান্দে রে,
গঙ্গা কান্দে, পদ্মা কান্দে
ম্যাঘনার স্রোত কান্দে রে।
মায়ের সমান বুকে ধইরা,
জল জীবনের যোগান কইরা,
চাষীর ঘরের গোলা ভইরা,
জীবনধারায় বান্ধে রে।
গঙ্গা কান্দে, পদ্মা কান্দে,
ম্যাঘনার স্রোত কান্দে রে।
বহু যুগের অসম্মান,
কতই কর অপমান,
জলের ধারায় মিলাও গরল,
ভর পুঁতি ময় গন্ধে রে।
গঙ্গা কান্দে, পদ্মা কান্দে,
ম্যাঘনার স্রোত কান্দে রে।
কারখানারি নোংরা জল,
নর্দমার যত মূত্র মল,
নদীর বুকে দাও ভাসাইয়া,
নিজেই পড় ফান্দে রে।
গঙ্গা কান্দে, পদ্মা কান্দে,
ম্যাঘনার স্রোত কান্দে রে।
দূষন ভরা মায়ের বুক,
পাবি রে কই দুগ্ধ সুখ,
এখনো তো আছে সময়,
সঙ্কল্পে বুক বান্ধো রে।
গঙ্গা কান্দে, পদ্মা কান্দে,
ম্যাঘনার স্রোত কান্দে রে।