মুঠোফোনে যায় হারিয়ে কিশোর বেলা,
খেলার মাঠে বল খেলা যায় ভুলেই গেলি।
সবুজ ঘাসে গঙ্গাফড়িং লাফায় না আর,
বড়ই জটিল শৈশবের ওই সরল গলি।
খুব অভাগা, ছটফটে সব মিষ্টি সোনা,
হচ্ছে বাঁকা শিরদাঁড়া, স্কুল ব্যাগের ভারে।
খেলার সময় দাও বলিদান পড়ায় পড়ায়,
প্রতিযোগী গরম বাতাস ফেলছে ঘাড়ে।
গেলাচ্ছে মা টিভির অ্যাড এর সু-পানীয়,
উঠছে তবু হুড়মুড়িয়ে চশমা নাকে।
অতি ভোজন, অধিক ওজন হচ্ছে কমন,
রোগের ডিপো কোমল শিশু ঘোর বিপাকে।
প্রজন্মটা নতুন, তবু অকাল বুড়ো,
বুদ্ধু ভুতুম রূপকথা সব অচিন দেশে।
হ্যারি পটার, নারনিয়াদের খুব চাহিদা,
সিন-চ্যান আর ডোরেমন ই মনটা ছেয়ে।
দুধের শিশু ভুলছে দেখো অবাক হওয়া,
সর্বজান্তা গড়ছে কচিমন ভুলিয়ে।
দাও ফিরে দাও ছোট্ট মনের বাচ্চা বেলা,
দুষ্টু সোনার অবোধ সকাল দাও ফিরিয়ে।