আমার উচ্চতা যেন, কেমন অদ্ভূত ভাবে,
প্রতিদিনই কমে কমে যায় আজকাল।
বেশ তো ছিলাম ভাল,
উঁচু লম্বা বয়ঃসন্ধিকালে।
দুই বিনুনির রূপ কিশোরিরা অপাঙ্গে চাইতো বেশ।
ভাল যে লাগত না, তাই বল বলি কি করে।
মাথা ছোয়া চৌকাঠ, ছিল যেন মস্ত আত্মশ্লাঘা।
আজ এই ক্ষয়িষ্ণু কালে,
প্রতিদিন হয় ক্ষয় উচ্চতার, শিরদাঁড়ার।
অসংখ্য নির্ভয়া, সুজেট, কামদুনি, প্রতিদিন
মাথাটা নামিয়ে আনে একটু একটু করে।
প্রাণ চায় মিশে যাই মাটির ভিতরে।
লজ্জার চরম সীমা কবেই তো হয়ে গেছি পার।
অসৎ চিন্তাধারা, বিকৃত মানস, কেড়ে নেয়
ঊর্ধ্ব শির চলার ক্ষমতা।
কতিপয় না-মানুষে, অ্যাসিডের মতো,
রোজ পোড়ে সভ্য সমাজ।
তাই ভাবি বসে, আসবে কি আর,
সুস্থ শিরদাঁড়ায় বাঁচার সে দিন।
মাথা উঁচু করার আবার?