. বন্ধু মানে উথাল পাথাল হাওয়া,
বন্ধু মানে প্রানের পরশ পাওয়া,
বন্ধু মানে জ্যোৎস্না সাগর বেলায়,
বন্ধু মানে ভাব ও আড়ির খেলায়।
বন্ধু মানে স্বপন দেখার কাল,
বন্ধু মানে হৃদয় ভাঙ্গার হাল,
বন্ধু মানে সকাল সন্ধ্যে খেলা,
বন্ধু মানে শীতের সাঁঝে মেলা।
বন্ধু মানে ফল চুরিতে সাথী,
বন্ধু মানে খেলায় হাতা হাতি,
বন্ধু মানে প্রথম সিগারেট,
বন্ধু মানে ম্যাটিনি শো’র গেট।
বন্ধু মানে রাতের যাত্রাপালা,
বন্ধু মানে প্রতিদ্বন্দ্বী জ্বালা,
বন্ধু মানে প্রেমের পাহারাদার,
বন্ধু মানে অবাধ্য উপকার।
বন্ধু মানে গোপন কথা বলা,
বন্ধু মানে হতচ্ছাড়া শালা,
বন্ধু মানে সুখ অসুখের সাথ,
বন্ধু মানে বন্ধনহীন হাত।
বন্ধু মানে প্রত্যাশাহীন মন,
বন্ধু মানে শুধুই সুখের ক্ষন,
বন্ধু মানে প্রানের মুক্তা হার,
বন্ধু বিনা জীবন ঘোর আঁধার।