তোমার ছোঁয়াকে স্পর্শ করে যে আছি,
তোমার কবিতা রপ্ত করেই বাঁচি,
তুমি তো জানোনা, মনের বাসনা,
তোমারি জন্য দোযখে যেতেও রাজি।
একমুখো প্রেম, মজাই অন্য ধারা,
যত সংলাপ, নিজেরই তো মন গড়া।
চাইবো যেমনি, কইবে তেমনি,
আপন মনেতে অদ্ভূত বোঝাপড়া।
ভাবি মনে তুমি বিদুষীশ্রেষ্ঠা ভবে,
বিদ্যা, বুদ্ধি শেষ নেই অনুভবে,
আদব কায়দা, শীল শালীনতা,
কল্পনা করি, সবার ওপরে রবে।
সত্যিটা কি তা চাইনি কখনো জানতে,
তুমি সাধারণ, পারিনি কখনো মানতে,
শশকের সম, চোখে নিয়ে ভ্রম,
বোকার স্বর্গে, বেঁচে আছি প্রেম প্রান্তে।
নিকটে যাওয়ার স্পর্ধা করিনি আজো,
ভরসা মনেতে, কাছাকাছি তুমি আছো,
রোজ দেখা হওয়া, কম নাতো পাওয়া,
প্রিয়ার সুবাসে, পারো যতদিন বাঁচো।
জানি এ জীবনে, হবে না কখনো মেল,
এমনি করেই ছুটবে সময় রেল,
যাবে কারো সাথে, নিজ দুনিয়াতে,
পড়ে রব আমি, হেরে জীবনের খেল।
নেই অভিযোগ, নেই মনে কোন দ্বেষ,
এই বেশ আছি, ভাল আছি আমি বেশ,
প্রেমে থাকি আমি, ভাল থাকো তুমি
কাটুক জীবন নিয়ে ভালবাসা রেশ।