হ্যাকার, হ্যাকার, বল না বেকার,
করলি হ্যাকিং, জুটল কি?
ঝুট-মুট যত, করলি কষ্ট,
লাভের বেলায় সব ফাঁকি।
শনি রবি এই দুই দিন বড়
প্রিয় দিন সব কবিদের।
করলি নষ্ট, ওরে পাপিষ্ঠ,
কাব্যোপবাস কবিদের।
হাতের সামনে পাই যদি তোকে,
ঠেঙিয়ে করব ঠান্ডা।
আগাপাশতলা চাবকাবো আর,
হাতে নেব ইয়া ডান্ডা।
সাইটের ক্ষতি অতই সহজ?
সিকিউরিটির জাল।
ছড়ানো আছে যে চতুর্দিকে,
সঙ্গে ফায়ারওয়াল।
আর সাথে আছে এডমিন,
যেন সদা সতর্ক সৈনিক।
তুড়ি মেরে দেবে উড়িয়ে হ্যাকিং,
মাউসেতে মেরে দুই ক্লিক।
কাজেই ও মিতা, বাংলা-কবিতা,
ছিল, আছে আর থাকবে।
কোর না কষ্ট, বলছি পষ্ট,
দিনে দিনে যশ বাড়বে।