বেড়াই খুঁজে, খুঁজছি কি যে তা জানিনে,
খুঁজছি তবু, জীবন দিয়ে, যুক্তি বিনে।
খুঁজছে সবাই, পাগল পারা, খোঁজার নেশায়,
শেষ হবে এই খোঁজার পালা, যাবার দিনে।
খুঁজছি না তা, যতই ভাবি, খুঁজছি এটাই,
মগজ বলে বলব যাহা, খুঁজবে সেটাই।
মনটা বলে, দূর বোকা তুই পাগল নাকি?
চরম কিছু, বেড়াই খুঁজে, আয় না সবাই ।
খোঁজার আবার রকম সকম ভিন্ন প্রকার,
খেপচুরিয়াস কাকা খোঁজে তাসের জোকার,
কান্তা পিসি কোমর ব্যথার নিদান খোঁজে,
পাগলা যদু খুঁজছে কারন সূর্য ওঠার।
বেকার ছেলে, সকল ফেলে, চাকরি খোঁজে,
চাকরিজীবী পদন্নোতির ফন্দি বোঝে,
অবসরে, খুঁজছে সবাই ওপর ওয়ালা,
হচ্ছি খুঁজে, পাগলা খ্যাপা, গোবর ল্যাজে।
খোঁজার জ্বালায় নিত্য দিনই হই পরেশান,
বুঝতে শিখি, আসল খোঁজা নয় তো আসান।
আত্মখোঁজা সকল খোঁজার পূর্বপুরুষ।
খোঁজ নিজেকে, তবেই পাবি, তোর ভগবান।
খোঁজা খুঁজির চিন্তা মাথায়, দিনটা গেল।
সকাল দুপুর যায় গড়িয়ে সন্ধ্যা হল।
কবির আবার খোঁজ খবরে খুব অনীহা,
বলছে লোকে অসামাজিক, কি করব বল।