হোক সে নীলাকাশ, বা হোক
কাজল কালো আঁখি।
ঝড়লে সলিল, দুই খাঁচাতেই,
মন খারাপের পাখি।
হোক না বাদল কালো,
নয় মেঘলা আঁধার চুল।
সব ছায়াতেই, পাগল পরান,
প্রেমেতে আকূল।
প্রিয়ার আঁচল খানি,
নানা ফুলেরই বাগান।
সুখের পরশ, জাগায় হরষ,
কন্ঠে আসে গান।
সকাল সাগরপারে,
আর লজ্জা রঙিন গাল।
মন নদীতে নৌকা দোলে,
উথালি পাথাল।
গনগনে রোদ্দুর,
সাথে তোমার অভিমান,
শীতল ছায়া, সমর্পণে,
বাঁচতে পারে প্রান।
ফাগুন রাঙা রোদ, পাশে
তোমার মিষ্টি হাসি।
মন আঙ্গিনায়, ছড়ায় সুবাস,
তোমায় ভালবাসি।