বিদায় বেলার আলতো শীতের হালকা প্রলেপ,
ওয়াড় ধুয়ে বেড়ায় মেলা, উঠল যে লেপ।
রাধাচুড়ার আগুন রঙে, মন রাঙানো,
তালশাঁসের ঐ মিষ্টি জলে মিটলো আখে’প।
রাত-বিরেতে চাদর ফেলে ফ্যানের হাওয়া,
ঘামে ভেজার, ঠান্ডা গরম, সর্দি কাশি।
বসন্ত দিন, কেমনে গেলি আমায় ছেড়ে,
বোনের বিয়ে আমার থেকেও হল বেশি?
সাম সুহানি, দিনের বেলায়, চিড়বিড়ে রোদ,
তোর বিরহে মনের ভেতর উথাল পাথাল।
জানলা খুলে রই তাকিয়ে, পথের পানে,
দেখব তোকে, চোখ মেলে রই সকাল বিকাল।
কাটলো একা শীতঘুমের এই শেষের বেলায়,
আয় না ফিরে, একলা কাটে লোকের মেলায়,
মিলে মিশে কাটাই তবে তোর সনেতে,
বসন্তের এই অল্প কদিন প্রেমের খেলায়।