মোগলাই খাওয়া চাই,
চাই খাওয়া আন্ডা।
চুপচাপ খেয়ে নাও,
নয় খাও ডান্ডা।
কবিরাজী, আফগানি,
চটপটে, জিভে জল।
কাসুন্দি সাথে থাক,
কেমন জমবে বল।
হরিয়ালী, রেশমি ও
কলমি কাবাব লাও।
খাও গ্রীল, তন্দুরি
যত চাও তত খাও।
খাও দম বিরিয়ানী,
সুমধুর গন্ধ।
সাথে নাও রায়তা,
জুড়ী নয় মন্দ।
চাইনীজ চিংড়ি,
চেটেপুটে খান তো।
সেজয়ান নুডলসটা,
খেতে দুর্দান্ত।
বাটার চিকেন হোক,
কিম্বা বাটার নান।
দাল মাখণী করে,
মাখণীত মন প্রাণ।
খাওয়া তরে বাঁচি মোরা,
বাঁচা তরে খাওয়া নয়।
বং রসনাতে জেনো,
দুনিয়া খাদ্যময়।
যাহা পাই তাহা খাই,
নাইকো বাছ বিচার।
ভূরিভোজ, যদি হয়,
স্বাদেতে চমৎকার।