চল কেনে বেলপাহাড়ী,
চইড়ব্য বটে বাসের গাড়ি।
বাসের গাড়ি বড়ই মজা,
আগে পিছে দুই দরোজা।
ভিতরে রাখা কতই চিয়ার,
বইস্যে লোকে ঢুলছে দেদার।
উপরে চাকা নিচে চাকা,
গড়হাই গাড়ি চইল্ব্যে কাকা।
উপরে চাকা ডেরাইভারে,
ঘুরাইছে দ্যাখ কাইদা মাইর্যে।
উয়ার হাতেই চইলছে গাড়ি,
প্যাঁক প্যাঁকাইয়ে হরন মারি।
গাড়ির ছাদে চইড়ছ্যে লোকে,
উড়ন হাওয়ায় বইস্যে থাকে।
গাড়ির ভিতর কন্ডাকটর,
হাঁইক্যে ডাইক্যে করল বেজার।
সি বেটা তো পইসা চিনে,
দাঁড়হা বাপু দিব কেনে।
আঁচল খুটে বাইন্ধে রাখি,
খুইলতে গিয়ে পইড়ব নাকি?
থামা গাড়ি একবারটি,
পইস্যা দিয়ে টিকিস কাটি।
বাসের গাড়ি, আজব গাড়ি,
ঝাড়গাঁ থিক্যে বেলপাহাড়ী।