এমনি কেন অবাক চোখে দেখলি চেয়ে,
বলতে কথা হঠাত গেল খেই হারিয়ে,
আজ অবধি বন্ধু ছিলাম, প্রাণের সখা,
দীর্ঘশ্বাস ভরল আকাশ, অবুঝ প্রিয়ে।
রোজ বিকেলে খেলার ছলে স্বপ্ন দোলা,
গল্প গাথা প্রানের কথা, হৃদয় খোলা,
স্বেদবিন্দু নাকের ডগায়, টুকটুকে ঠোঁট,
চুলের ঝুঁটির সাদা ফিতেয় ভুবন ভোলা।
বিকেল আলোয় রক্তরাঙ্গা ধবধবে গাল,
ভুরুর ওপর কাটা দাগে মনটা মাতাল,
ঠোঁট বাঁকিয়ে বকর বকর, ঘাড় হেলিয়ে,
বুঝবি কিরে মনের আমার কি হল হাল।
সাদা ফ্রকের ভাঁজে ভাঁজে জীবন মরন,
ছোট্ট ছোট্ট খুনসুটিতে হৃদয় হরণ,
একটি দিনের না দেখাতেই পাগল পাগল,
বাজল বাঁশী, মন বাগিচায় সূর্য কিরণ।
আস্তে ধীরে যায় হারিয়ে কতই বছর,
হারিয়ে ফেলি হিসেব, জেতে জীবন সমর,
তোকে ছাড়া বাঁচতে শেখা বড়ই কঠিন,
কোথায় গেলি, কখন গেলি, নেই তো খবর।
আজ কোথা তুই, এই ভুবনে কোথায় আমি,
কিশোর প্রেমের প্রথম পরশ বেজায় দামী,
তোর হাতেরই পেলব ছোঁয়া, আজও তাজা,
স্মৃতির কোঠা যত্নে সাজাই স্বপ্ন প্রেমী।