পড়ে থাকা শিউলি ফুলে,
দল পায়ে আপন ভুলে।
সাদা রঙে রক্তক্ষরণ,
ফুলেরি জীবন মরণ।
তব মনে নাইকো বিকার,
বাগানে রম্য বিহার।
গেলে ফুল বয়েই যাবে,
কালকে আবার হবে।
শুধু শুধু তোমায় দোষী,
এমনই তো সব রূপসী।
রূপেরই দেমাক কত,
করুক সবে মাথা নত।
সুক্ষ ভাবের বিলাস,
সে সবের নেই অবকাশ।
সাজ গোজ গয়না প্রীতি,
চিন্তার সেথায় ইতি।
কত শত কষ্ট করে,
কবি হই তোমার তরে।
কবিতা তোমায় শোনাই,
না শুনে তুলছো যে হাই।
শেষে মন্তব্য হানা,
“ভাল, তবে বুঝলাম না”।
বেচারি ক্যাবলা কবি,
বল এবার করবিটা কি।
আচানক চিন্তা ভায়া,
এ আমার যোগ্য জায়া।
আমি সাধি কাব্য গাথা,
তুমি ভাব বাস্তবতা।
দুয়ে মিলে চলবে খাসা,
রাগ অভিমান ভালবাসা।
বুকে ভরি তোমার সুবাস,
বাকিটা সব ইতিহাস।