কবেই তো ছুঁয়েছি তোমায়, কতবার
হারিয়েছি গোলাপ বাগানে, কাঁটার স্পর্শ নিয়ে
নানান রঙের ফুল অনায়াসে বাসা বাঁধে,
মনের ভিতরে,
বিপন্ন অস্তিত্বে ধরে ঘুণপোকা।
কবেই তো নিয়েছি সে ঘ্রাণ, নিষিদ্ধের মাদকতা,
দাগ দেওয়া তোমার পেলব ঠোঁটেতে, বারবার।
বাতসের আর্দ্রতা শুষে নিয়ে,
দিয়েছি তোমায় উপহার, ভালবেসে।
ভুলেছিনু দায়িত্বের দায়।
রামধনু পথ ধরে হেঁটে গেছি তোমাতে আমাতে
হাতে নিয়ে হাত, আর চোখেতে স্বপন।
পাহাড় প্রতিজ্ঞা কিম্বা প্রতিজ্ঞার পাহাড়,
প্রত্যাশার খাদ পিছে ফেলে,
দে্খেছি সোনালী তপন, দিগন্তপারে।
কবেই তো শান্ত কোলাহল, ভিড় রাজ পথে।
একা একা, বড় একা একা,
বেয়ে চলা জীবনের নাও, তোমার স্মৃতির সাথে।
বহুকাল চলে গেছ ছেড়ে, সেই পরবাসে,
সোনালী জীবন খোঁজে।
কবেই তো মরেছি গোপনে, মনের অলিন্দ মাঝে।