জমতে জমতে জমাট বাঁধার খেলা,
চলতে চলতে থমকে যাওয়ার পালা,
কান ঘেঁষে ছোটে জীবনের রেলগাড়ি,
রাশি ফলে দাও দোষ, কর হেলাফেলা।
ডানে বামে দেখ আঁধার জমজমাটি,
সামনে পিছনে পথ নয় পরিপাটি,
তবু ধর চেপে লাগাম পাগলা ঘোড়ার,
পড়লে পরেও ঠাঁই দেবে সেই মাটি।
কালনেমিরাতো থাকবে সদাই সাথে,
মন্দভাগ্য জেনো বেশী রবে মাথে,
তবু বেপরোয়া উদ্দাম হাসি হেসো,
মাথা উঁচু রেখো বন্ধুর বাঁকা পথে।
চাইবে যতই প্রিয়া, ভালবাসা মধু,
ভাঙ্গবে হৃদয়, পাবে ব্যথা শুধু শুধু,
নয়নের বাণে ঘায়েল নাই বা হোলে,
সময়ে আসবে প্রিয়া, জীবনেতে বঁধু।
হাঁটকে মরো না বাক্স প্যঁটরা হাড়ি,
হীরে মানিক্য পাবে না লুকোন ভারি,
খোলা রাস্তায় লুটায় রত্ন রাশি,
জহুরী হওয়াই সব চেয়ে দরকারি।
বহু ভুল আর বহু ঠিক মেলা মেশা,
ভুলকে শ্রদ্ধা, ঠিকে রাখো ভালবাসা,
দোষে গুনে ভরা মানুষ হওয়াই বেশী,
রেখোনা কখনো দেবতা হওয়ার আশা।