সময়ে বা অসময়ে ডাকাডাকি হাঁকাহাঁকি,
ভাল তো লাগে না।
ঘন্টার ঢং ঢং, কখনো করুন সুরে অনুনয় করে,
প্রায় নতজানু হয়ে।
চারিদিকে কর্কশ, কত শত শব্দ সব,
উদ্ধত কিশোরের মত, জামা ধরে করে টানাটানি।
এসবের মাঝে বেঁচে থাকা শব্দহীন মরুভূমি সম,
অথবা ঘূর্ণিঝড়ের চোখে, প্রলয়ের পূর্বরূপ হয়ে
বড়ই কঠিন কাজ।
অথবা সুমেরুর বুকে, বরফ শীতল কঠিনতা
নিস্তব্দ রামধনুর ছটায়, বিচ্ছুরিত, স্বপ্নীল পটভূমি।
শব্দহীন গভীরতা, কত কথা বলে।
কত গান গায়।
শুনব সে সব গান, সেই গল্প গাথা
সময়ে বা অসময়ে অহেতুক ডাকাডাকি,
ভাল তো লাগে না।